খবর: (দামুড়হুদার গোবিন্দহুদা সড়কে সন্ধ্যারাতে আবারও মোটরসাইকেল ছিনতাই)
সড়ক দিয়ে যায় না চলা মোটে
অস্ত্রধারী এদিক ওদিক ছোটে
বললে কিছু খুন,
ওদের এটা গুণ।
সন্ধ্যা হলে যায় না পথে হাঁটা
চলতে গেলেই মাথা কপাল ফাঁটা
বললে কিছু গুম,
নইলে চির ঘুম!
বাজার ঘাটে খুন খারাবি চলে
চারিদিকে আগুন আগুন জ্বলে
বললে কাটা কান,
না হলে গর্দান!
-আহাদ আলী মোল্লা