মাথাভাঙ্গা মনিটর: এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছে জুভেন্টাস। ইতালির সফলতম দলকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তুরস্কের গালাতাসারাই। ঘরের মাঠ ইস্তানবুলের তুর্ক টেলিকম অ্যারেনায় গালাতাসারাইয়ের জয়ের নায়ক ওয়েসলি স্নাইডার। ৮৫ মিনিটে খেলার ভাগ্য গড়ে দেয়া গোলটি এ ডাচ মিডফিল্ডারের। বি ‘গ্রুপ’ থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গী হিসেবে সেরা ষোলো নিশ্চিত করার জন্য টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ড্র করলেই চলতো। অন্যদিকে গালাতাসারাইয়ের প্রয়োজন ছিল জয়। শেষ পর্যন্ত স্বাগতিক দলের ভাগ্যেই শিকে ছিঁড়েছে।
প্রত্যেক দলের ছয়টি করে ম্যাচ শেষে রিয়ালের ১৬ পয়েন্টের বিপরীতে গালাতাসারাইয়ের ৭ ও জুভেন্টাসের ৬ পয়েন্ট। গ্রুপে তৃতীয় জুভেন্টাস ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে। গত মঙ্গলবার রাতে ৩১ মিনিট খেলা হওয়ার পর প্রচণ্ড তুষারপাতের কারণে ম্যাচটি পন্ড হয়ে যায়। গতকাল বুধবারও আবহাওয়া ভালো ছিলো না। প্রচন্ড বৃষ্টির মধ্যেই খেলা শুরু হয়। মাঠের অবস্থাও ছিল ভীষণ খারাপ। তাই কোনো দলই তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের বাকি সময়। ঘরের মাঠে ইতালির কোনো দলের কাছে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত গালাতাসারাইয়ের বিরতির পর আক্রমণের ধার বেড়ে যায়। চেলসির সাবেক স্ট্রাইকার দিদিয়ে দ্রগবা কয়েকটি সুযোগও পান। কিন্তু কাজে লাগাতে পারেননি। অবশেষে নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গালাতাসারাইকে উল্লাসে ভাসিয়ে দেন স্নাইডার। দ্রগবার পাস থেকে কোণাকুণি শটে বুফফনকে পরাস্ত করে সতীর্থদের আলিঙ্গনে ভেসে যান তিনি।