স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ‘এ’ দলের কাছে হেরে গেল জাতীয় দল। গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের প্রথম খেলায় ‘এ’ দল ১২ রানের ব্যবধানে জয়ী হয়। ৫ উইকেট হাতে থাকলেও এ দলের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিঙে লক্ষ্যে পৌঁছুতে পারেনি মুশফিকুর রহীমের দল। নাসিরবাহিনীর ৬ উইকেটে করা ১৭১ রানের জবাবে তারা ৫ উইকেটে ১৫৯ রান তুলতে সমর্থ হয়। জাতীয় দলের শুরুটা বেশ ভালো ছিলো। মনেই হয়নি তারা হারতে পারে। ৫৫ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেট পড়ে আরও ৫৫ রান যোগ হওযার পর। কিন্তু এরপর হঠাৎ ছন্দপতন হয় যা থেকে আর তারা ঘুরে দাঁড়াতে পারেনি। আরাফাত সানি ১ উইকেট পেলেও ৪ ওভারে রান দেন ১৬। নাসিরও ১৬ রানে ১ উইকেট নেন। ইলিয়াস সানি নেন ২ উইকেট। জাতীয় দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শামসুর রহমান। এছাড়া মুশফিক ৩৩ ও এনামুল ৩০ রান করেন। তার আগে ‘এ’ দলের সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ইমরুল কায়েস। মুমিনুল ৩১ ও ফরহাদ রেজা ২৪ রান করেন। জাতীয় দলের স্পিনার আবদুর রাজ্জাক ৩৬ রানে ৪ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান।