চুয়াডাঙ্গায় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ও বিএপির জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হিংসাত্মক ও দেশ বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

 

স্টাফ রিপোটার: জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবীতে চুয়াডাঙ্গায় জেলা যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করেছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলা যুবলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ও যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দেশে বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধ, নৈরাজ্য, সন্ত্রাস ও তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়াও এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় যুবলীগ বিক্ষোভ মিছিল করেছে। গত মঙ্গলবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ও বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকেই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে ঈর্শ্বানিত হয়ে বিএনপি-জামায়াত জোট উঠেপড়ে লেগেছে। যা শক্ত হাতে প্রতিহত করতে চায় আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন। আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারিক প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা আব্দুল কাদের। উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির, যুবলীগ নেতা নঈম জোয়ার্দ্দার, জামান, আসমান, সুমন, লালা, টুটুল, শামসুদ্দোহা হাসু, বাকী, আব্দুর রশিদ, মাসুম, রেজাউল, সুপ্তি প্রমুখ।

ভ্রাম্যমাণ প্রতিনিধি মামুন কাইরুল জনিয়েছেন, আলমডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে সারাদেশ ব্যাপি বিএনপি ও জামায়াত শিবিরের নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর আ.লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সাংস্কৃতিক সম্পাদক ইদ্রজিত দেব শর্মা, বিআরডিবির চেয়ারম্যান মুহিদুল ইসলাম মোহিত ও যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। ডিগ্রি কলেজ শাখার সভাপতি আশরাফুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন- আবুল কাশেম, মহত আলী, বেলগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি সমীর কুমার দে, যুবলীগ নেতা গাফফার, সোনাহার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিডিল মৃধা, কলেজ শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, ছাত্রলীগ নেতা তামিম, ইয়ানুর, বাদশা, রুবেল প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, এ কর্মসূচি  উপলক্ষে গতকাল বিকেলে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাফসির আহমেদ লাল। ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন রেজা শাহীন, পিন্টু, টুকুল, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান মুন্না, আলম হোসেন, মুকুট, সাহাবুদ্দিন, তজবীর আহমেদ, ওসমান আলী, শুভ, উজ্জ্বল, ফয়সার, রনি, শান্ত, রিপন, রুবেল, লাল্টু, ফাহিম প্রমুখ।

গাংনী প্রতিনিধি জনিয়েছেন, ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর গাংনী উপজেলা আ.লীগ। গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও আ.লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের নেতৃত্বে গতকাল বুধবার দুপুর ১টার দিকে থানা রোড মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। ১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম চেবি, হাজী মহসনি আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি ফজলুল হক ও যুবলীগ নেতা নবীর উদ্দীনসহ নেতৃবৃন্দ।