গাংনীর ভাটপাড়া নীলকুটিতে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা ভাটপাড়া নীলকুঠি এলাকায় বোমা তৈরীকালে বিষ্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর পরই ভাটপাড়া নীলকুঠির আবাসনের বাসীন্দা মোছা মিয়ার সরিষা ক্ষেতে একটি বোমার বিষ্ফোরণ ঘটে। বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মানুষের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী থানার এসএসআই সাইদুর রহমানসহ পুলিশের কয়েকজন সদস্য। সেখান থেকে অব্যবহৃত দুটি স্কচ টেপ, ৩টি জর্দ্দার কৌটা, পেরেক ও ১শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এএসআই সাইদুর রহমান। বোমা তৈরীকালে বিষ্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত পুলিশ। সাইদুর রহমান আরো জানিয়েছেন, ঘটনাস্থলে রক্তের ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে বোমা তৈরীকারীর হাতসহ শরীর ক্ষতিগ্রস্থ হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।