আলমডাঙ্গা ব্যুরো: গতকাল আলমডাঙ্গা ব্যাডমিন্টন কল্যাণ সমিতির আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৩‘র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব গোলাম মুক্তাদির বিদ্যুতের সভাপতিত্বে ওই ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মধু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ বেল্টু, মাহফুজুর রহমান সজীব, মেহেদী হাসান বাবু, কর্মসংস্থা ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান আসাদ। আরও উপস্থিত ছিলেন- মতিয়ার রহমান ,মিল্টন খন্দকার, রাজীব আহমেদ রাজু, গোলাম সরোয়ার হায়দার। খেলাটি পরিচালনা করেন মাসুদ রানা তুহিন। মোট ১৬টি দল ফাইনাল খেল্য়া অংশগ্রহন করেন। প্রতিদ্বন্দীপূর্ন এই খেলায় মিথিল- অহেদ জুটিকে ২-১ সেটে হারিয়ে বাবু -আসাদ জুটি জয়ী হয়।