মাথাভাঙ্গা মনিটর: টেনিসের চৌহদ্দিতে মারিয়া শারাপোভা যা-ই হোন, ফ্যাশন দুনিয়ায় তিনি কিন্তু অদ্বিতীয়া। কেতার জগতে শারাপোভার এ সাফল্যের নেপথ্যে কে জানেন? তার প্রেমিক গ্রিগর দিমিত্রভ। ব্যাপারটি শারাপোভার মুখ থেকে বের করেছে একটি ফ্যাশন পত্রিকা। ওই পত্রিকাকে টেনিসের এ লাস্যময়ী রমণী বলেছেন, আমি ফ্যাশনের ব্যাপারে সব সময়ই দিমিত্রভের পরামর্শ মেনে চলি। এ ব্যাপারে দিমিত্রভের পছন্দ অসাধারণ। শারাপোভাকে মোস্ট ফ্যাশনেবল টেনিস প্লেয়ার হিসেবে অভিহিত করেছে খোদ আন্তর্জাতিক টেনিস সংস্থাই। খেলার ব্যাপার যা-ই থাকুক, ফ্যাশনের ব্যাপারে তিনি সব সময়ই সচেতন। ইতোমধ্যেই তিনি মডেল হয়েছেন অনেক ফ্যাশন পত্রিকারই।