মেহেরপুর অফিস: ১৮ দলীয় জোটের হরতাল ও অবরোধবিরোধী এক প্রতিবাদ মিছিল ও সমাবশে করেছে মেহেরপুর উপজেলা ও জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর কমিউনিটি হলের সামনে থেকে হরতাল ও অবরোধবিরোধী প্রতিবাদ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী ও মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সামাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।