মাথাভাঙ্গা মনিটর: বলিউডি অভিনেত্রী আয়েশা টাকিয়া সপ্তাহখানেক আগে জন্ম দিয়েছেন তার প্রথম সন্তানের। আয়েশা ২০০৪ সালে ‘টারজান: দি ওয়ান্ডার কার’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে যাত্রা শুরু করেন। এরপর ‘দিল মাঙ্গে মোর’, ‘সোচা না থা’, ‘ডোর’, ‘ক্যাশ’, ‘ওয়ান্টেডসহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ২০০৯ সালে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টের মালিক ফারহান আজমির সাথে গাঁটছড়া বাঁধেন আয়েশা। গত সপ্তায় প্রথম সন্তানের জন্ম দেন আয়েশা। আর এরপর টুইটারে তিনি তার ভক্তদের শুভকামনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি এবং আমার ছেলে আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই।