মাথাভাঙ্গা মনিটর: আগামী ২ ফেব্রুয়ারি থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারিখ ঘোষণা করা হয়েছে। তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গতকাল মঙ্গলবার পদত্যাগের দাবি নাকচ করেছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের দাবিতে অনড় থাকার ঘোষণার পর তিনিও পাল্টা ঘোষণা দিলেন। প্রচণ্ড আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সোমবার সকালে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ভেঙে দেয়ার ঘোষণা দেন। আগাম নির্বাচনের এ তারিখের কথা নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদের তথ্য সচিব তিরাত রতনসেভি। তবে দেশটির রাজা ভূমিবল আদুল্যাদেজ এবং নির্বাচন কমিশন অনুমোদন দিলে নির্বাচনের এ তারিখ চূড়ান্ত হবে। আগাম নির্বাচনের ঘোষণার পরও দেশটিতে বিক্ষোভ থামেনি। বিক্ষোভকারীদের প্রধান নেতা সুয়েপ থাগসুবান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দেশ পরিচালনার জন্য তারা একটি অনির্বাচিত গণ পরিষদ গঠনের দাবি জানান যে গণ পরিষদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ঘোষণার পর আগামী ২ ফেব্রুয়ারির আগাম নির্বাচনে বিক্ষোভকারীদের অংশ নেয়ার আহ্বান জানিয়ে ইংলাক বলেন, নির্বাচনে অংশ নেন। জনগণ নির্ধারণ করবে কে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তিনি বলেন, আমি অবশ্যই সংবিধান অনুযায়ী তত্ত্ব¡াবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আগাম নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।