দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়েছে। এ অভিযানে উদ্ধার করেছে ফেনসিডিল ও মোটরসাইকেল। ঈশ্বরচন্দ্রপুর থেকে আটক করেছে মহিলাসহ দুজনকে। তাদের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করেছে। গত রোববার রাত ১১টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক মমতাজ ও ল্যান্সনায়েক হাজি কাজী আব্দুল হান্নান সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মসজিদপাড়ায়। বিজিবি সদস্যরা ওই পাড়ার ইদ্রিস আলী ওরফে ইদুর বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের বিভিন্ন স্থান থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ওই বাড়ি থেকে বিজিবি সদস্যরা ইদুর স্ত্রী আকলিমা খাতুন (৩৭) ও একই পাড়ার আব্দুল গফুরের ছেলে আমজাদকে (৪৫) আটক করেন। এ ঘটনায় নায়েক মমতাজ বাদী হয়ে ওই রাতে আটককৃত আকলিমা ও আমজাদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে গতকাল সোমবার দুপুর ২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী সঙ্গীয় সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাংধারপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারী তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা একটি লাল রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করেছেন। মোটরসাইকেলে সেটিং করা অবস্থায় ৩ বোতল ফেনসিডিল পান বিজিবি সদস্যরা।