শান্তির ধারা বজায় রাখতে আ.লীগ সরকারের বিকল্প নেই
দর্শনা অফিস: আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচন আগামী ৫ জানুয়ারি। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসচ্ছে প্রার্থীদের প্রচারণা ততোই বেড়েই চলেছে। আ.লীগ তথা মহাজোট থেকে চুয়াডাঙ্গা-২ আসনে মনোনীতপ্রার্থী এমপি হাজি আলী আজগার টগর দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এমপি আলী আজগার টগর বলেন, আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তা টিকিয়ে রাখতে হবে। এ দেশের মানুষকে এখন বেশি মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে হয় না। কুষকদের সারের জন্য দিতে হয় না লম্বা লাইন। হতে হয় না হয়রানি। আজকের সমাজে টাকার অভাবে কোনো শিক্ষার্থীকে ঝরে পড়তে হয় না। বয়স্কদের হতে হয় না অন্যের মুখাপেক্ষি। সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি আর শোনা যায় না। বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। এ শান্তির ধারা বজায় রাখতে আ.লীগ তথা মহাজোট সরকারের বিকল্প নেই। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি। সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি। দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, মোমিনুল ইসলাম, আব্দুল রফিক কাবি, লাল মোহাম্মদ, আলী মুনসুর বাবু, আব্দুল মালেক, আব্দুল রহমান, শুকুর আলী, ইলিয়াস রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।