টিপ্পনী

 

খবর: (জীবননগর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি : চিঠি লেখক গ্রেফতার)

 

হুমকি দেবেন বসে বসে

চিঠি লিখে হাসবেন,

সবাই জানে আপনি ঠিকই

গোঁজের গোড়ায় আসবেন।

 

ভয় দেখিয়ে সারা জীবন

নিজের পকেট ভরলেন,

তাই নাকিগো লাল দালানে

ডাণ্ডা বেড়ি পরলেন।

 

পরের ভালো দেখে দেখে

আগুন হয়ে জ্বললেন,

এবার কেন দালান ঘরে

পানির মতো গললেন।

 

Ñআহাদ আলী মোল্লা

Leave a comment