স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া ফকির বাগানে দুদিব্যাপি সাধুসেবা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফজলু শাহর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সাধুসেবা অনুষ্ঠিত হচ্ছে। আজ দ্বিতীয় ও সমপনী দিনে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। অনুষ্ঠানটি আব্দুল গফুর শাহার তত্ত্বাবধানে সার্বিক সহোযোগিতা করছেন সানোয়ার শাহ, মহিউদ্দীন শাহ, ফরজ শাহ, সিরাজ শাহ, মোতালেব শাহ, আরশেদ শাহ ও জুড়োন শাহ।