গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে গামের্ন্টস ব্যবসায়ী মিন্টু আলীকে কুপিয়ে গুরুতর জখম করেছে জিল্লুর রহমান নামের এক ব্যক্তি। অর্থ লেনদেনের বিষয়ে এ ঘটনা ঘটেছে বলে মিন্টুর স্বজনরা দাবি করলেও জিল্লু বলেছে তার স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্কের কারণে কোপানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে হাড়াভাঙ্গা সেন্টার বাজারে এ ঘটনা ঘটে। মিন্টুকে প্রথমে গাংনী এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, হাড়াভাঙ্গা গ্রামের মৃত দবির মোল্লার ছেলে জিল্লুর রহমান। তার দোকানের পাশেই পালু মণ্ডলের ছেলে মিন্টু মিয়ার বাড়ি। গতকাল বিকেলে জিল্লু একটি বড় হেঁসো নিয়ে মিন্টুর দোকানের সামনে এসে তাকে বাইরে আসতে বলে। মিন্টু দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় বাজারের পার্শ্ববর্তী রেজাউল ইসলামের বাড়ির গেটের সামনে পড়ে যায়। এ সময় জিল্লু তার গলায় ও হাতে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মিন্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে আহত মিন্টুর স্বজনরা অভিযোগ করেছেন, প্রায়ই টাকা নিতো জিল্লু। মিন্টুর পরিবারের লোকজন জিল্লুর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছিলো। গত কয়েকদিন আগের দাবি করা দশ হাজার টাকা না দেয়ায় তাকে কোপানো হয়েছে। তবে জিল্লু গ্রামের মানুষের কাছে জানিয়েছেন, তার স্ত্রীর সাথে মিন্টুর পরকিয়া সম্পর্ক রয়েছে। সহ্য করতে না পেরে এ হামলা চালানো হয়েছে। আহত মিন্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অস্ত্রপচার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী কিংবা ঢাকায় নেয়ার চেষ্টা চলছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। সে আশংকা মুক্ত নয়।