স্টাফ রিপোর্টার: আবার জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন। আকরাম খানের স্থলাভিষিক্ত ফারুক এর আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, “প্রধান নির্বাচক হিসেবে আলোচনায় দুজনের নাম ছিল। তবে সবচেয়ে বেশি পরিচালক ফারুকের পক্ষে কথা বলেছেন। তাই তাকেই আগামী দুই বছরের জন্য প্র্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফারুক বলেন, “আকরাম খান ক্রিকেট দলকে ভালো জায়গায় নিয়ে গেছেন। দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন তাকে দারুণ সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমিও একই ধরনের সহযোগিতা আশা করছি। জাতীয় দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন, আপাতত তার লক্ষ্য ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী দল গড়া। এ প্রসঙ্গে ফারুক বলেন, “আমি দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছি। পরিকল্পনা অনুযায়ী কাজ করে সময়টা কাজে লাগাতে চাই। আমার প্রথম লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠন। তারপর ওয়ানডে বিশ্বকাপের দল গড়ার লক্ষ্য নিয়ে এগোতে চাই।”