খবর: (সুখবর মিলছে না তৎপরতায়, তবুও আশাবাদী তারানকো)
বাংলাদেশের ভোটের মাঠে
ভরসা এখন তারানকোই,
আলোচনায় বসার তাগিদ
ম্যাডাম দুজন ঘাড়ান কই?
চলছে মিটিং খুব গোপনে
পাইনে কারো মতামতও,
জ্বালাও পোড়াও খুন-খারাবি
চলে যে কার কথা মতো!
এক মেডামও ছাড় দেবে না
টার্গেট ওই তালগাছই,
বিবাদ করে খুললো শাড়ি
হলাম দুজন আলগা ছি!
-আহাদ আলী মোল্লা