স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার বর্নবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ সোমবার তিনি ডারবানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের যোগ দেয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাও শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব বানকিউ মুনও উপস্থিত থাকবেন এ অনুষ্ঠানে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর। পূর্ব কেপটাউনের কুনু গ্রামে ম্যান্ডেলাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। ১৯১৮ সালের ১৮ জুলাই ওই গ্রামে জন্ম তার। ম্যান্ডেলার মরদেহ বর্তমানে প্রিটোরিয়ার একটি সেনা হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। ১১ ডিসেম্বর থেকে প্রিটোরিয়ায় তিন দিনের জন্য ম্যান্ডেলার মরদেহ রাখা হবে। সোমবার জোহানেসবার্গের একটি স্টেডিয়ামে জাতীয় শোক অনুষ্ঠান পালন করা হবে।