স্টাফ রিপোর্টার: সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সোয়া ৬টার পর প্রধানমন্ত্রী বঙ্গভবনে প্রবেশ করে সাড়ে ৭টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। বৈঠক শেষে প্রেসিডেন্টের প্রেসসচিব ইহসানুল করিম জানান, সার্বিক
রাজনৈতিক পরিস্থিতি প্রেসিডেন্টকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাধারণত প্রেসিডেন্ট দেশের বাইরে থেকে এলে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। দক্ষিণ আফ্রিকার প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে প্রেসিডেন্ট অংশ নেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।
বঙ্গভবন সূত্র জানিয়েছে, নির্বাচন প্রস্তুতি, জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ নিয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে আলোচনা করেন। এছাড়া রাজনৈতিক সঙ্কট নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের আলোচনার বিষয়ও বৈঠকে স্থান পায়। চলমান রাজনৈতিক সঙ্কট এবং জাতিসংঘের উদ্যোগের মধ্যে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে গত ১৭ সেপ্টেম্বর বঙ্গভবনে প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলেন শেখ হাসিনা। ওইদিন নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে অবহিত করেছিলেন। পরদিন নির্বাচনকালীন সরকারে শপথ নেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী।