মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল বিশ্বকাপের ফিকশ্চার ও সময় চূড়ান্ত হয়েছে। কখন, কোথায়, কার বিরুদ্ধে প্রিয় দলের খেলা হবে তা ইতোমধ্যেই ক্রীড়ামোদী দর্শকরা জেনে গেছেন। এ অবস্থায় গতকাল রোববার থেকে ২০১৪ বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে এ দুই মাসে বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে ৬২টির টিকিট কাটতে পারবে ফুটবলপ্রেমীরা। এক্ষেত্রে তাদের নাগালের বাইরে থাকবে কেবলমাত্র দুটি ম্যাচের টিকিট। একটি হলো সাও পাওলোর উদ্বোধনী ম্যাচ; যা আয়োজিত হবে ১২ জুনে। অন্যটি ১৩ জুলাই রিওডি জেনেইরোর ফাইনাল ম্যাচটি। তবে চাইলেই যে কেউ টিকিট পাবে এর নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। কারণ, বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। ফিফার ওয়েবসাইটে প্রাপ্ত আবেদনকারীদের মধ্যে ড্র করে ভাগ্যবান টিকিটপ্রাপ্তদের নির্ধারণ করা হবে। তবে কোন ম্যাচের টিকিট বিক্রির সময় দু প্রতিযোগী দলের ভক্ত-সমর্থকদের জন্য থাকবে আলাদা অগ্রাধিকার প্যাকেজ। ওই দু দলের ভক্তরা আট শতাংশ করে মোট ১৬ শতাংশ টিকিট পাবেন। উদ্বোধনী ম্যাচের জন্য ব্রাজিল সমর্থকেরা এর চেয়ে বেশি টিকিট পাবে না। যেমনটা পাবে না ১২ জুনে উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সমর্থকরা।