মাথাভাঙ্গা মনিটর: চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে থাইল্যান্ডের প্রধান বিরোধীদলের সব এমপি পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ দলটির নাম ডেমোক্রেটিক পার্টি। এর মুখপাত্র চাবানন্দ ইন্টারাকোম বলেছেন, যতো দ্রুত সম্ভব এমপিরা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরে বিরোধীরা রাজপথে আন্দোলন করছে। তারা গত সপ্তায় বিভিন্ন মন্ত্রণালয়ে প্রবেশ করে। এক পর্যায়ে একটি সরকারি ভবনে সাক্ষাতকার দিতে উপস্থিত ছিলেন ইংলাক। বিক্ষোভকারীরা তা টের পেয়ে ওই ভবন ঘেরাও করে ফেললে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেন তিনি। এরপর দেশে রাজনৈতিক যে সঙ্কট চলছে তা থেকে উত্তরণের জন্য তিনি গণভোটের প্রস্তাব করেছেন। সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। তারা বলছে, প্রধানমন্ত্রী ইংলাক পদত্যাগের মধ্যেই রয়েছে সমাধান। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার সরকারের স্থানে বসানো হবে অনির্বাচিত পিপলস কাউন্সিল। এ বছর দুর্নীতির অভিযোগ থেকে রেহাই দিতে সরকার একটি সাধারণ ক্ষমা বিল পাস করে পার্লামেন্টে। বিরোধীরা এর তীব্র বিরোধিতা করা সত্ত্বেও ওই বিল পাস হয়। তাদের যুক্তি এ বিল পাস করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশে। কারণ, এ বিল পাস করে ইংলাক সিনাওয়াত্রা দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফেরত নিতে চান। এ নিয়েই বিরোধীরা তাদের আন্দোলন তুঙ্গে তুলেছেন।