মাথাভাঙ্গা মনিটর: নতুন মরসুমে কোপা দেল রে’র শিরোপা পুনরুদ্ধারের মিশনে বেশ বড়সড় একটা ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্বল অলিম্পিক দে শাতিভার মাঠে গোলশূন্য ড্র করেছে তারা। ফ্লুর কারণে দলে ছিলেন না গ্যারেথ বেল। আর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন এ পর্তুগিজ স্ট্রাইকার। তবে দলের সেরা দু তারকাকে ছাড়া স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল শাতিভার বিপক্ষে যে এতোটা হতাশ হতে হবে, তা বুঝি স্বপ্নেও ভাবেননি কোচ কার্লো আনচেলত্তি। ফিরতি লেগ হবে ১৮ ডিসেম্বর, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কিন্তু ঠিকই জিতেছিলো শুক্রবার। কার্তাহেনাকে সহজেই ৪-১ গোলে হারায় প্রতিযোগিতার সফলতম (২৬টি শিরোপা) দলটি। এছাড়া কোপা দেল রে’র বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ ৪-০ গোলে সান্ত আন্দ্রেউকে হারিয়েছে। তবে হেরে গেছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বার শিরোপাজয়ী আতলেতিকো বিলবাও। সেলতার মাঠে ১-০ গোলে হেরেছে তারা।