জীবননগর ব্যুরো: কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলা অংশের পুরুন্দপুর কাঁঠালতলা নামক স্থানে দঁড়ি টাঙিয়ে ছিনতাই সংঘটিত হয়েছে। ছিনতাইকারী চক্র এ সময় হামদর্দ জীবননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোজাহিদুল ইসলামকে (৪৩) কুপিয়ে আহত করে তার নিকট থেকে পালসার মোটরসাইকেল, মোবাইলফোন ও টাকা ছিনতাই করে পালিয়ে গেছে।
জানা গেছে, হামদর্দ জীবননগর উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোজাহিদুল ইসলাম গোলাম হোসেনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে জীবননগর ফিরছিলেন। সন্ধ্যায় মহেশপুর উপজেলার পুরন্দপুর নামক স্থানে পৌঁছুলে রাস্তার ওপর দড়ি বাঁধা দেখতে পান। মোটরসাইকেল থামানোর সাথে সাথে ছিনতাইকারী চক্রের সদস্যরা তাদেরকে ধরে মাঠের মধ্যে নিয়ে যায় এবং কুপিয়ে আহত করার পর গাছের সাথে বেঁধে রেখে পালসার মোটরসাইকেল ৪ হাজার ২শ টাকা ও দুটি মোবাইলফোন ছিনতাই করে পালিয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে আহত দুজন তাদের বাঁধন খুলে মুক্ত হয়ে চিৎকার দিলে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে। আহত ব্রাঞ্চ ম্যানেজারকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।