গাঁজা ও মোটরসাইকেলসহ জয়রামপুরের মানিক গ্রেফতার
দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদার জয়রামপুর কলোনীপাড়ার অভিযুক্ত মাদককারবারী মানিককে গ্রেফতার করেছে। মানিকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা ও মোটরসাইকেল। তার বিরুদ্ধে পুলিশ থানায় মামলা দায়ের করেছে। গতকাল রোববার বিকেলে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গলাইদড়ি ব্রিজসংলগ্ন ভাঙ্গাঘাট নামকস্থানে। পুলিশ ওই স্থান থেকে গ্রেফতার করে একই ইউনিয়নের জয়রামপুর কলোনীপাড়ার মাদার শেখের ছেলে মানিককে (৩২)। পুলিশ বলেছে, মানিকের দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২শ ২৫ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই রাতে গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা।