মাথাভাঙ্গা মনিটর: আরও এক মাসের জন্য কারামুক্তি পেয়েছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে এবার মুম্বাইয়ে নিজ বাড়িতে ফিরেছেন তিনি। চলতি বছরের অক্টোবর মাসের পুরোটা বাড়িতে কাটানোর পর আবারও এক মাসের জন্য কারামুক্তির অনুমতি পেলেন সঞ্জয়। পুনে শহরের বিভাগীয় কমিশনার কর্তৃক সঞ্জয়ের এ কারামুক্তির আবেদন গৃহীত হয়। এর আগে ১ অক্টোবর দু মাসের জন্য চিকিৎসার কারণে কারামুক্তি পেয়েছিলেন সঞ্জয়, পরবর্তীতে এর সময় বাড়িয়ে নেয়া হয় আরও দু সপ্তা। দিওয়ালির ঠিক আগে ৩০ অক্টোবর কারাগারে ফিরে যান সঞ্জয়। যাওয়ার আগে সঞ্জয় বলেছিলেন, আমার পায়ে এখনও কিছুটা সমস্যা রয়েছে, তবে আগের চেয়ে আমি এখন ভালো আছি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি শিগগিরই বের হয়ে আসতে পারি।