স্টাফ রিপোর্টার: ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের বাড়িতে গেলেন শখ! তবে ঠিক বেড়াতে নয়; ঢাকার অদূরে পুবাইলে শাকিব খানের জান্নাত নামের ওই বাড়িতে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিঙে অংশ নিয়েছেন তিনি। গত শুক্র দিনভর সেখানে বিজ্ঞাপনচিত্রটির শুটিং করেছেন বলে জানান শখ। একটি মেহেদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এ বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন শাখাওয়াত রহমান। শখ বলেন, পুবাইলে শাকিব ভাইয়ার একটি শুটিং-বাড়ি আছে এটা জানতাম। এবার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিঙের জন্য সেখানে যাওয়া হলো। এ সুযোগে বাড়িটিও দেখা হয়ে গেলো। বলতে পারেন এক ঢিলে দুই পাখি শিকার করা হলো। শাকিব খানের শুটিং-বাড়ির প্রশংসা করে শখ বলেন, শাকিব ভাইয়ার বাড়িটা খুবই চমত্কার। শুটিঙের ফাঁকে ঘোরাফেরা করে ভালোই লেগেছে। শখ আরও জানান, ১০ ডিসেম্বর একটি নাটকের শুটিঙের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন। নাম ঠিক না হওয়া এ নাটকটির পরিচালক ইদ্রিস হায়দার। নাটকের শুটিঙে অংশ নিতে শখের পাশাপাশি আরও যাচ্ছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, নাফিজা প্রমুখ।