স্টাফ রিপোর্টার: বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রয়াণে শোকে মুহ্যমান এখনো পুরো বিশ্ব। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ম্যান্ডেলার সম্মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গতকাল শনিবার থেকে বাংলাদেশে ৩ দিনব্যাপি এ রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। শোক পালনের অংশ হিসেবে সরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।