মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় রাইপুর একাদশ ও লাডি বাবা লোলা একাদশের নিজ নিজ খেলায় জয়লাভ করে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সদর উপজেলার রাইপুর একাদশ ৩-২ গোলে মুজিবনগর উপজেলার যতারপুর একাদশকে পরাজিত করে। রাইপুর একাদশের মেহেদি ২টি ও রিপন ১টি গোল করে। যতারপুর একাদশের সাইফুল একাই ২টি গোল করে।
দিনের অপর খেলায় মেহেরপুর লাডি বাবা লোলা ৮-২ গোলের বিশাল ব্যবধানে মেহেরপুর দুরন্ত হোটেল বাজারকে পরাজিত করে। বিজয়ী দলের মিঠু ৩টি, ছোটবাবু ও সুমন ২টি করে এবং সাবিত ১টি গোল করে। দুরন্ত হোটেল বাজারের হাবিবুর ও চপল ১টি করে গোল করেন। খেলা দুটি পরিচালনা করেন যথাক্রমে আকিব ও বাবু।