বেগমপুর ক্যাম্পপুলিশের হাতে ছিনতাইয়ের অভিযোগে আটক ৪ জনকে আদালতে সোপর্দ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার উজলপুর-কোটালী সড়কে ছিনতাইকারী সন্দেহ গ্রামবাসীর হাতে আটক ৪ জনকে পুলিশে দেয়া হয়েছে। পুলিশ ৪ জনকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। তাদেরকে প্রেরণ করেছে জেলহাজতে।

পুলিশ জানায়, গতপরশু শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মন্টু মিয়া মোটরসাইকেলে করে নওদাগা গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মন্টু উজলপুর-কোটালী সড়কের নীলমারী বাকে পৌঁছুলে আলমসাধুতে থাকা ৫/৬ জন ছিনতাইকারী গতিরোধ করে মারপিট ও মোটরসাইকেল ছিনিয়ে নিচ্ছে বলে চিৎকার দিতে থাকে। গ্রামবাসী এসে ছিনতাইকারী সন্দেহে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের করিম মণ্ডলের ছেলে মিনারুর (৩৫), নবীছদ্দিনের ছেলে জামাল হোসেন (৩৬), নুর ইসলামের ঘরজামাই রাজু (৩৪) ও একই গ্রামের আনারুলকে আটক করে। রাতেই আটককৃত ৪ জনকে তুলে দেয়া হয় বেগমপুর ক্যাম্প পুলিশের নিকট। পুলিশ গতকাল শনিবার সকালে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের আদালতে সোপর্দ করলে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।