দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে দর্শনা বাসস্ট্যান্ডের অদূরবর্তি স্থানে। পুলিশ ওই স্থান থেকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে রাঙ্গিয়ারপোতা গ্রামের অভিযুক্ত মাদকসম্রাট নুর ইসলামকে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন গোডাউনের সামনে মাদকবিরোধী অভিযান চালান। পুলিশ সেখান থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা চেয়ারম্যানপাড়ার মোজাম হোসেনের ছেলে নুর ইসলামকে গ্রেফতার করে। নুর ইসলামের দেহ তল্লাশি চালিয়ে পুলিশ ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই জাকির হোসেন বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় গ্রেফতারকৃত নুরইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।