স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিনচালিত আলমসাধু দুর্ঘটনায় বর-কনেসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে বরযাত্রী পিতা-কন্যাসহ তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের রাজনগর ব্রিজের নিকট বিপরীতমুখি ট্রাক্টরের ফলায় বেধে বর-কনেসহ বরযাত্রী বহনকরা আলমসাধু উল্টে পড়ে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। গতকাল বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় বিএডিসি গোডাউনপাড়ার মজিবর রহমানের ছেলে রতন আলী বিয়ে করে মেহেরপুর ঝাউবাড়ি থেকে ফিরছিলেন। পথিমধ্যে রাজনগর ব্রিজের নিকট দুর্ঘটনার শিকার হন। বর রতন ও কনে শাহানাজ খাতুন ও কনের দাদিসহ আহত হন ৬ জন। এদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরিয়ে নেয়া হলেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বরের মামা চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার জাহান আলী ও তার মেয়ে ইতি (১১) এবং বরের বোন উজিরপুর খুশিবুল সোহেলের স্ত্রী রত্নাকে।