খবর: (চুয়াডাঙ্গা ঠাকুরপুরে বোরিং মালিকরা বেআইনিভাবে টাকা আদায় করছেন)
মুলো মোটা চাচার মুলো
সারা জীবন মোটা হয়,
কোনো কিছু বলার জো নেই
বলতে গেলেই খোটা হয়।
ছিঁড়ে ছিঁড়ে জায়গা-জমি
মাঠই ওনার গোটা হয়,
রাতারাতি আঙুল ফুলে
বাড়ি দালান কোঠা হয়।
কেঁদে কেঁদে সবার চোখে
শুধু জলের ফোঁটা হয়,
ওই শোষকের জন্য পাতে
খালি বেগুন ঘোটা হয়।
-আহাদ আলী মোল্লা