চুয়াডাঙ্গা জেলা রোভারের গ্রুপ সভাপতি ওয়ার্কসপ অনুষ্ঠিত

রোভারকে গতিশীল করতে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা রোভারকে অধিক গতিশীল করার লক্ষ্যে গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিনব্যাপি  গ্রুপ সভাপতি ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাইদ মাহবুব ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ চুয়াডাঙ্গা জেলা রোভার কমিশনার মো. রহমত আলী বিশ্বাস।  উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সকল কলেজ ও মাদরাসার অধ্যক্ষ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার সম্পাদক আবু হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. রহমত আলী বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তথা জেলা রোভার সভাপতি দেলোয়ার হোসাইন বলেছেন, জেলা রোভারকে গতিশীল করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুনাগরিক গড়তে রোভারের দায়িত্ব অনেক।

ওয়ার্কসপটি পরিচালনা করেন খুলনা বিভাগের বিভাগীয় রোভার নেতা শহীদুল ইসলাম (এলটি)। কোর্স স্টাফ হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার সভাপতি রাশেদ-উল-ইসলাম জোয়ারদার (এএলটি), জেলা রোভার লিডার আবু নাসির (উডব্যাজার) ও আবু হাসান (উডব্যাজার)। তত্ত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি উবাইদুল ইসলাম তুহিন। ওয়ার্কসপ শেষে সকলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।