মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে ১টি বোমাসহ ২ যুবককে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শনিবার ভোররাতে ইউনিয়নের আশাননগর থেকে স্থানীয় জনগণ তাদের আটক করেন। তারা হলেন- বাজিতপুর গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল কাদের (২০), চকহারদী গ্রামের আবু মুসার ছেলে রজিবুল ইসলাম (২০)।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সিএ হালিম পিপিএম জানান, ঝন্টু নামে এক আ.লীগকর্মী অস্ত্র-গুলি ও বোমাসহ একটি সন্ত্রাসী দলকে সংঘবদ্ধ করে তাদেরকে ইউনিয়ন আ.লীগের সভাপতি আকরাম হোসেনকে হত্যার উদ্দেশে পাঠায়। পথে স্থানীয় জনগণ বোমাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মালিহাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি আকরাম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন