স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার বাসায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান ক্রিকেটার সাকিব আল হাসান। এরশাদের সাথে দেখা করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাকিব ওই বাসা থেকে বেরিয়ে যান। তবে এ সাক্ষাতের বিষয়ে তিনি বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কোনো কিছু বলেননি। দলীয় সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর সাকিবের বিবাহোত্তর সংবর্ধনা। এরশাদকে ওই অনুষ্ঠানের দাওয়াত দিতেই সাকিব এসেছিলেন।