জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: গতকাল শনিবার রাতে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-মিনাজপুর সড়কে ছিনতাই চক্র তাণ্ডব চালিয়েছে। এ সময় ছিনতাইকারী চক্র মোটরসাইকেল মেকানিক লাল্টুকে কুপিয়ে তার নিকট থেকে মোটরসাইকেল, টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত লাল্টু মুক্তারপুর গ্রামের বাসিন্দা। সে আন্দুলবাড়িয়া বাজারে মোটরসাইকেল মেকানিকের কাজ করে বলে জানা গেছে। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম লাল্টুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।