মেহেরপুর অফিস: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জাসদ (ইনু) মনোনীতপ্রার্থী শফিউল ইসলাম কাজল ও স্বতন্ত্রপ্রার্থী কাওছার আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে এ দুজনের প্রার্থিতা বাতিল ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার। তাদের মনোনয়নপত্রে ক্রটি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে শফিউল ইসলাম কাজল অভিযোগ করেছেন, দুপুরে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সে তালিকায় তার নাম ছিলো। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জানানো হয় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি নিজেকে সৎ ও যোগ্যপ্রার্থী দাবি করে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তিনি আপিল করবেন। তার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। তিনি জানিয়েছেন, শফিউল ইসলাম কাজলের প্রার্থিতা সকালেই বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে সমর্থকের স্বাক্ষর নেই। আয়কর বিষয়ক কোনো তথ্য নেই। প্রার্থীর আয়-ব্যয়ের হিসাবের ব্যাপারেও কোনো তথ্য দেয়া ছিলো না। বড় ধরনের ত্র“টির কারণেই তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এ আসনটিতে আওয়ামী লীগমনোনীত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল, স্বতন্ত্রপ্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়নাল আবেদীন, জাপা (মঞ্জু) প্রার্থী মেহেরপুর পৌর মেয়র মোতচ্ছিম বিল্লাহ মতু ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী আব্দুল হামিদের মনোনয়নপত্র বহাল রয়েছে।