স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী এক হাজার ১০৭ জন প্রার্থীর মধ্যে ২৬০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। অসম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল, ঋণ খেলাপি, বকেয়া বিল, হলফনামায় তথ্য গোপনসহ বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৮৪৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে মহাজোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ অন্তত ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বৃহস্পতি ও শুক্রবার যাচাই-বাছাই করা হয়। এতে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৩টি রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল আদেশের বিরুদ্ধে আগামীকাল রোববার পর্যন্ত আপিল আবেদন করা যাবে। একইসাথে বৈধ প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। ইসি সূত্র জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আসনগুলো হচ্ছে লালমনিরহাট-২, রংপুর-৫, রাজশাহী-১, রাজশাহী-৪, নাটোর-১, ২, ৩, সিরাজগঞ্জ-৩, যশোর-১, বাগেরহাট-১ ও ২, ভোলা-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৩, কিশোরগঞ্জ-১ ও ৪, মানিকগঞ্জ-২ ও ৩, গাজীপুর-২, নরসিংদী-৫, ফরিদপুর-১ ও ৩, সিলেট-১, মৌলভীবাজার-৪, সুনামগঞ্জ-২ কুমিল্লা-৭ ও ১০, চাঁদপুর-১ ও ৩, ফেনী-২, নোয়াখালী-২ ও ৫ এবং চট্টগ্রাম-৭।