কার্পাসডাঙ্গা প্রতিনিধি: গত বৃহস্পতিবার সকাল ৯টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণীচক্র ফাউন্ডেশনের আয়োজনে বাঁচার পথ মহিলা উন্নয়ন সংগঠন প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউপি সদস্য ফাহিমা খাতুন। অতিথি ছিলেন জাগরণীচক্র ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শৈলেন্দ্রনাথ দাস, ফিল্ড ম্যানেজার মিজানুর রহমান, বাবুল ইসলাম, ফারুক হোসাইন, জলি পারভীন, জিয়াউর রহমান, হিসাবরক্ষক মিজানুর রহমান প্রমুখ।