টিপ্পনী

খবর: (দামুড়হুদার উজিরপুরে ১০ বছরের শিশু ধর্ষণ : বুড়ো দাদু মফিজ উদ্দিন গ্রেফতার)

বুড়ো কালেই ভিমরতি তার
দাদুর বয়স আশি,
টাটকা রসেই খাবল বেশি
খান না পচা বাসি।

পেট ভরা তার চোখ ভরে না
মনের খায়েশ সে কী,
দাদু নাকি আস্ত গাড়ল
আমড়া কাঠের ঢেঁকি।

দাদার ঢেঁকি ধান ভানে না
তাও দিতে চায় পাড়,
শেষ বয়সে এসে দাদুর
শক্ত হলো হাড়।

-আহাদ আলী মোল্লা