ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা ফুটবলমাঠে আজিজুল হক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় আব্দুল মজিদ হারানের সভাপতিত্বে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন আজিজুল হকের ছেলে আব্দুস সামাদ, আব্দুর রশিদ ও প্রাক্তন ফুটবলার শহিদুল হক দিনার। উদ্বোধনী খেলায় আলমডাঙ্গা পাচকমলাপুর ফুটবল একাদশ টাইব্রেকারে ১(৪)-১(২) গোলে ঝিনাইদহের গোবিন্দপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে।
উল্লেখ্য ১৬টি দল নিয়ে প্রথম আজিজুল হক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। আগামী মঙ্গলবার দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও ভাংবাড়িয়া একাদশ।