মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর পুলিশক্যাম্প গুটিয়ে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ক্যাম্পের সকল কার্যক্রম গুটিয়ে নেয়া হয়। পুলিশ সদস্যদের মুজিবনগর থানায় নেয়া হয়েছে। এতে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে জনমনে কিছুটা হতাশা বিরাজ করলেও পুলিশ সুপার বলেছেন সাময়িক অপসারণ করা হলেও ক্যাম্পের যে টহল ছিলো তা থানা থেকেই করা হবে। হতাশ হওয়ার কিছুই নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ক্যাম্পটি মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বানাথপুরে ২০০০ সালের ১২ জুন খুলনা রেঞ্জের তৎকালীন ডিআইজি মো. লুৎফুল কবির (বিপিএম) উদ্বোধন করেছিলেন। স্থায়ী এ ক্যাম্পটি পেয়ে স্থানীয়রা আশ্বস্ত হয়েছিলো। ওই সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত এ অঞ্চলের আইন শৃংখলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হয়। এলাকাবাসীর কাছে ক্রমেই ক্যাম্পটি গুরুত্বপুর্ণ হয়ে ওঠে। সন্ত্রাস ও মাদক নির্মূলসহ পুলিশের যাবতীয় সেবায় এলাকার মানুষ স্বাচ্ছন্দে বসবাস করছিলো। গতকাল শুক্রবার বিকেলে ক্যাম্প ইনচার্জ এসআই মফিদুর রহমান জনবল নিয়ে ক্যাম্প গুটিয়ে মুজিবনগর থানায় চলে যান। ক্যাম্প গুটিয়ে নেয়ার খবরে স্থানীয় অনেকেই ভিড় করেন। বিশ্বনাথপুর গ্রামের কাঠ ব্যবসায়ী দবির উদ্দীন বলেন ক্যাম্পটি উদ্বোধনের আগে এলাকাটি সস্ত্রাসীদের অভয়ারণ্য ছিলো। ক্যাম্প আসার পরে সন্ত্রাসী আর নেই। তবে এখন কী হবে তা নিয়ে চিন্তিত অনেকেই। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে জানিয়েছেন, ক্যাম্পের সেফটি ডিউটির জন্য ৬ জন ফোর্স দায়িত্ব পালন করতে গিয়ে অন্যান্য ক্ষেত্রে ফোর্স সংকট দেখা দেয়। নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য উপজেলা পর্যায়ে ফোর্স বেশি লাগবে। তাই ক্যাম্পটি সাময়িক বন্ধ করা হয়েছে। তবে ক্যাম্প এলাকায় যে ডিউটিসহ অন্যান্য কার্যক্রম ছিলো তা মুজিবনগর থানা থেকেই সম্পন্ন করা হবে। ক্যাম্পের যে কার্যক্রম ছিলো তা কোনো অবস্থাতেই ভাটা পড়বে না। স্থানীয়দের হতাশ হওয়ার কোনো কারণ নেই।