জীবননগর ব্যুরো: জীবননগর-কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিক্সফিল্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পিংকি (১৭) নামে এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পিংকি উপজেলার কাশিপুর গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে।
হাসপাতাল ও পারিবারিকসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের মাহাবুবুর রহমানের মেয়ে পিংকি (১৭) যশোর আব্দুর রাজ্জাক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল বিকেলে জীবননগর থেকে ইজিবাইকযোগে হাসাদহে যাওয়ার পথে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের বাঁকা ব্রিক্সফিল্ড নামক স্থানে অপরদিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের লাঙলের ফলার ধাক্কায় পিংকি মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পা ভেঙে গেছে বলে জানান। সেখান থেকে আহত পিংকিকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়।