দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার উজিরপুরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মফিজদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার দুপুরে গ্রামের দিঘিরমাঠে ছাগল চরাতে গেলে ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে ধর্ষণ করে। এ সংক্রান্তে ধর্ষিতার নানি গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার উজিরপুর দিঘপাড়ার হতদরিদ্রের ১০ বছর বয়সী শিশুকন্যা গত শুক্রবার দুপুরে তার নানির দুটি ছাগল বাড়ির অদূরবর্তী দিঘিরমাঠে চরাতে যায়। ওই সময় একই গ্রামের মোল্লাপাড়ার মৃত আরজুল্লাহ তরফদারের ছেলে মফিজদ্দিন একই মাঠে ছাগল চরাতে যায়। একপর্যায়ে বৃদ্ধ মফিজদ্দিন ওই শিশুকন্যাকে টাকার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পুকুরপাড়ে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুকন্যার নানি বাড়িতে না থাকায় বিষয়টি প্রথমে চাপা থাকলেও শিশুটির নানি গত বুধবার বাড়িতে এলে তাকে ঘটনাটি জানায় সে। নানি বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধ মফিজদ্দিনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব জানান, ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং অভিযুক্ত মফিজদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বৃদ্ধ মফিজদ্দিন বলেন, প্রতিবেশী এক মহিলার সাথে ঝগড়া হওয়ায় তারা ওই শিশুর নানিকে টাকার লোভ দেখিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে।