গাংনী প্রতিনিধি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাগজপত্র ও স্বাক্ষরে ক্রটি থাকায় এদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এগুলো বাতিল ঘোষণা করেন। এরা হচ্ছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল ও জেলা কৃষকলীগের সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেন, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) আব্দুল হালিম ও জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী কেতাব আলীর মনোনয়নপত্র বহাল রয়েছে। প্রার্থীতা বাতিলের চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করা হবে বলে জানিয়েছেন ওয়াসিম সাজ্জাদ লিখন।