মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপকে ঘিরে রীতিমতো সাজ সাজ রব পড়ে গেছে ব্রাজিলে। ফুটবলের সবচেয়ে বড় এ আসরটিকে বর্ণিল করে তুলতে চেষ্টার কমতি নেই। বিপুলসংখ্যক বিদেশি পর্যটকের আগমনের ফলে ব্যবসা-বাণিজ্যেরও রমরমা অবস্থা হবে বলে আশা করছে ব্রাজিল। কিন্তু বিশ্বকাপকে ঘিরে যা কিছু হচ্ছে তার সবই ইতিবাচক নয়। বিশ্বকাপ যৌন-পর্যটনের জন্যও কোটি কোটি টাকার ব্যবসা। আর সেই ব্যবসার ফাঁদে পড়বে ব্রাজিলের শিশু যৌনকর্মীরা। বিশ্বকাপের সময় বেশ ঝুঁকির মুখেই থাকবে দেশটির শিশু যৌনকর্মীরা। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের শরীর বিকোনোর এ ক্লেদাক্ত পেশায় আসা রোধ করতে কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে বটে। কিন্তু সেটা কতোটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে তা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়েই আছে এখন পর্যন্ত। বর্তমানে ব্রাজিলে বড় শহরগুলোতে শিশুদের ব্যবহার করা হচ্ছে যৌনকর্মী হিসেবে। কার্নিভাল বা নতুন বছরের উত্সবের মতো বড় অনুষ্ঠানের সময় আশঙ্কাজনক হারে বেড়ে যায় যৌনকর্মী হিসেবে শিশুদের উপস্থিতি। বিশ্বকাপের সময় যে এটা আরও বেড়ে যাবে সেটা ভালো মতোই আঁচ করতে পারছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।