হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের মামলায় বিএনপির দু কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাঠআন্দুলিয়া গ্রামের বিএনপিকর্মী আসাদুর (৩৫) ও পৌরসভাধীন স্কুলপাড়া এলাকার আব্দুর রহমান (৩২)।
হরিণাকুণ্ডু থানা পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর ১৮ দলীয় জোটের হরতাল চলাকালীন সময়ে বিএনপি-জামায়াতকর্মীরা উপজেলা পরিষদ মোড় ও হরিণাকুণ্ডু বাজারসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় ও আ.লীগ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট করে। এ ঘটনায় ভুক্তভোগীরা ১১টি ও পুলিশের পক্ষে ১টিসহ হরিণাকুণ্ডু থানায় ১২টি মামলা দায়ের হয়।