স্টাফ রিপোর্টার: শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত না করলে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের বাজারেও বাংলাদেশি পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত হতে পারে বলে হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার ক্যারেল ডি গুট। ইন্দোনেশিয়ার বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গুট বলেন, ইউরোপের বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বহাল রাখতে নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্রের মতোই ইউরোপেও জিএসপি সুবিধা স্থগিত হতে পারে। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা দুর্ঘটনার পর গত জুলাইয়ে আইএল্ওর মধ্যস্থতায় বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন। এ চুক্তির আওতায় আগামী এক বছর ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিকের কর্মস্থলের নিরাপত্তার মতো বিষয়গুলো পর্যবেক্ষণ করে জিএসপি সুবিধার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ।