স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাদেক হোসেনের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বলেন, সাদেক হোসেন খোকাকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। খোকার বিরুদ্ধে অবরোধে গাড়ি পোড়ানোসহ বেশ কয়েকটি মামলা আছে। এদিকে সাদেক হোসেন খোকার গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ। গতরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ১৮ দলীয় জোটের আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকার দিশেহারা হয়ে গেছে। তাই জোটের নেতাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ খোকাকে গ্রেফতার করা হয়েছে। জোটের নেতা-কর্মীদের এভাবে গ্রেফতার ও নির্যাতন করে আন্দোলন দমানো যাবে না। এতে আন্দোলন আরও বেগবান ও তীব্র হবে। তিনি অবিলম্বে খোকাসহ গ্রেফতার হওয়া সব নেতা-কর্মীকে মুক্তির দাবি জানান।