স্টাফ রিপোর্টার: সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে সিরিজ বৈঠক করলেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। নির্বাচনকে ঘিরে দেশে বিরাজমান চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে গতকাল বুধবার ঢাকায় আসেন তিনি। পররাষ্ট্র সচিব শহিদুল হকের আমন্ত্রণে তার দু দিনের এ সফর হওয়ায় পররাষ্ট্র সচিব নিজেই বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলা অবরোধের পঞ্চম দিনে তার আগমন। দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতায় বরণের পর তিনি প্রথমে যান পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। এরপর প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে বিরোধী দলের নেতা ও সদ্য নির্বাচন বর্জনকারী জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে। অবশ্য এর আগে মধ্যাহ্নভোজে তিনি ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক সারেন। সূর্যান্তের পর হোটেলে ফিরে গণমাধ্যম প্রতিনিধিদের মুখোমুখি হন। তিনি তার সারাদিনের কর্মব্যস্ততার সারসংক্ষেপ তুলে ধরেন। চলমান রাজনৈতিক সঙ্কটের উত্তরণ এবং ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চায় ভারত সেটি স্পষ্ট করেন। বলেন, বাংলাদেশ-ভারত কেবল অভিন্ন সীমান্ত নয়, দেশ দুটি অভিন্ন চ্যালেঞ্জেরও অংশিদার। এখানকার ঘটনা প্রবাহে ভারত উদাসীন থাকতে পারে না। এ অঞ্চলের জনগণের স্বার্থেই একটি স্বাধীন, স্থিতিশীল, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় তার দেশ। নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও রাজনৈতিক দল গণতন্ত্রের অপরিহার্য অংশ। ভারত এখানে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তার দেশ ও সরকারের প্রত্যাশা এটি।